ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ নোমানের পিতা শেখ আলতাফ হোসেন (৬৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দাকোপের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমার জানাজার নামাজ আজ বুধবার (১৯ জুলাই ) সকাল ১০ টায় খুলনা জেলার দাকোপ উপজেলার লক্ষীখোলা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ভাইপো মাওলানা নাসিম উদ্দিন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোহাম্মদ গালিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম হাসিব গোলদার, মুফতি আরিফ বিল্লাহ, ফেরদৌস গাজী সুমন, মোঃ শাহিন, ইসলামী যুব আন্দোলনের নগর সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, ইসলামী শ্রমিক আন্দোলনের মাওলানা ইলিয়াছুর রহমান, মুফতি আব্দুর রহমান আরিফী, মাওলানা আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ আবু রায়হান, মোঃ আব্দুর রহমান, মোঃ সাব্বির হোসেন, মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।