কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে একসঙ্গে মা ও মেয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলঙ্কা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৬) ও মেয়ে ইয়াসমিন বেগম (৩৮)। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার।
তিনি বলেন, গতরাতে বৃষ্টি হওয়ায় মা ও মেয়ে রাত তিনটার দিকে শুকাতে দেওয়া ধান ঢাকতে গেলে এ ঘটনা ঘটে। বজ্রাঘাতে তাৎক্ষণিক তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।