ঈদের ছুটি শেষে কর্মস্থলের উদ্দেশ্যে ছুটছেন মানুষ। রাজধানী ঢাকায় যেতে শিবচরের বাংলাবাজার ঘাটে গতকাল শুক্রবার (৬ মে) সকাল থেকেই রয়েছে যাত্রীদের প্রচণ্ড চাপ। লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড়।

সাধারণ যাত্রীদের পাশাপাশি এবার ঈদে চোখে পড়ার মতো মোটরসাইকেল আরোহী পার হচ্ছেন। তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৪নং ফেরিঘাটটি শুধু মোটরসাইকেল পারাপারের জন্য রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পদ্মা পারের জন্য বাংলাবাজার ঘাটে অপেক্ষায় ছিল এক হাজারেরও বেশি মোটরসাইকেল।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর কর্মজীবী মানুষেরা ক্রমেই মোটরবাইকের দিকে ঝুঁকছেন। করোনার প্রকোপ শুরুর পর থেকেই ফেরিঘাটে মোটরসাইকেল নিয়ে পার হওয়া যাত্রীদের সংখ্যা বাড়তে থাকে।

চলতি বছর পদ্মা পার হওয়া মোটরবাইকের সংখ্যা বড়ে যাওয়ায় একটি ফেরিঘাটকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে। যে ঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পার হবে। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত ঘাট এলাকায় প্রায় হাজারখানেক মোটরসাইকেল রয়েছে।

আরো পড়ুন: বাড়ছে করোনা, এশিয়ান গেমস স্থগিত করল চীন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন,

এ বছর মোটরসাইকেলের চাপ বেশি। হাজার হাজার যাত্রী মোটরসাইকেল নিয়ে পদ্মা পার হচ্ছেন। মোটরসাইকেলের জন্য আলাদা ঘাট করে দেওয়া হয়েছে। ওই ঘাট দিয়ে ফেরিতে শুধু মোটরসাইকেল পার করা হচ্ছে।