ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ “সোনালী আঁশের সোনার দেশ’ পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ নভেম্বর দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রনালয় ও উপজেলা পাট অধিদপ্তের আয়োজনে ৫০ জন চাষীকে এই প্রশিক্ষণ দেওয় হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা পাট উন্নয় কর্মকর্তা জাহাঙ্গির তালুকদার, উপজেলা উপ সহকারি পাট কর্মকর্তা এ,কে এম কামরুজ্জামান, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন সহ আরো অনেকেই ।
প্রশিক্ষণ শেষে উৎপাদনকারী চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।