তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হলরুমে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা বিসিআইসি ১৩ জন ডিলার ও সাব-ডিলার ১১৩ জন উপস্থিতি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যারা সার ব্যবসায়ী কোন কৃষককের কাছ থেকে বেশি দাম নিবেন না। যদি বেশি দাম নেন তা হলে কোন প্রকার ছাড় পাবেন না। বেশি দামে সার বিক্রয় করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবেন তা করবার দিবো না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন যারা কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রয় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিসিআইসি ফরিদপুর জেলার সভাপতি আব্দুস সালাম বাবু, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস সাকারী, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।