জুনাইদ আল হাবীব, নেত্রকোণা প্রতিনিধি: আসাদপুরে ধনু নদীর তীর ঘেঁষে ও নীচু জায়গা রোপণ করা কৃষকের কাঁচা ও আধাপাঁকা ধানের ফসল পানিতে ডুবে যায়।
আরো পড়ুন: এক মুঠো আহারের পক্ষ অসহায় মানুষদের ইফতার বিতরণ কর্মসূচি
আবার পানি বাড়ায় বন্যায় ফসল হারানোর ভয়ে কৃষকরা আধাপাঁকা বোরো ধান কাটতে শুরু করে।
সেই আধাপাঁকা বোরো ধানের ৩০ শতাংশ হয়তো থাকবে।এই বছর হয়তো কৃষকেরা এই ৩০ শতাংশ ফসল নিয়েই কষ্টে বা চাপা কান্নায় বছর কাটিয়ে নিবেন।
এই এলাকার কৃষকরা একটি মাত্র ফসলের উপর নির্ভরশীল।প্রতি বছরেই এই হাওরে ফসলের বিরাট ক্ষতি হয়ে থাকে।
এমন কি কোন কোন বছর সম্পূর্ণ ফসলই পানির নিচে তলিয়ে যায় আর দুঃখের আকাশ ভারি হয় কৃষকের অথচ এখন পর্যন্ত ফসল রক্ষার কোন স্থায়ী ব্যবস্থা করা হয় নাই।
সারা বছর ফলানো কৃষকের সোনালী ধানগুলো নিজের চোখের সামনে পানির নিচে তলিয়ে যেতে দেখা ছাড়া আর কিছু করার ছিলো না কিন্তু মনে মনে ঠিকই প্রতিশ্রুতি করি ভবিষ্যতে এই এলাকার মেহনতি কৃষকদের জন্য ভালো কিছু করার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।