মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে টানা ৫দিনের ছুটির কবলে পড়েছে বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরার ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর।
এর ফলে ২৭শে জুন ২৩ ইং থেকে আগামী ১জুলাই পর্যন্ত ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে। তবে এসময় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি স্থলবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৭শে জুন থেকে ১জুলাই (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর। ফলে টানা ৫ দিন ভোমরা স্থলবন্দরে কোন আমদানি-রপ্তানি হবে না। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
তিনি জানান, আগামী ২জুলাই রবিবার থেকে পুনরায় স্বাভাবিকভাবে বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরার ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা শুরু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।