![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/04/AddText_04-25-05.38.05.png)
মণিরামপুর প্রতিনিধি: দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা মণিরামপুরে উন্নয়নের অব্যাহত ধারায় আরও একটি বড় উন্নয়নের মাইলফলক যুক্ত হলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামফলক উন্মোচন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপজেলা পরিষদের চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সব চেষ্টা অব্যাহত রেখেছেন। এজন্য আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জামায়াত-শিবির-বিএনপি শুধুমাত্র দেশকে ধ্বংস করেছে। আপনারা সজাগ থাকবেন যাতে বিএনপি-জামায়াত মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান। এসময়ে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ,সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল আশেক সুজা মামুন, সহকারী কমিশনার ভূমি আলী হাসান, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাড: বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।