টাঙ্গাইল প্রতিনিধিঃ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি ডাঃ এ,জেড খান জাহাঙ্গীর, ফজলুল হক, বিপ্লব খান, আমিন, যুগ্ম-সাধারণ সাইফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ডাঃ বাবুল, প্রচার সম্পাদক আলহাজ্ব সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম কায়সার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপু খান, শিশির দাস,ইমন,মামুন,এরশাদ, জাহিদ খান, বিদিপ কুমার দে প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।