রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা থেকে প্রকাশিত একুশের চেতনায়,মুক্তিযুদ্বের শপথ অঙ্গীকারের দৈনিক স্বাধীন বাণী পত্রিকার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাধীন বাণীর সম্পাদক চৌধুরী মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আলোচনায় অংশ নেন,পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হাসানুর রহমান ঝন্টু, নির্বাহী সম্পাদক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আ্যাডঃ সোহেল হাফিজ,প্রেসক্লাবের সভাপতি আ্যাডঃ সঞ্জীব দাস, সাংবাদিক মনির কামাল,মোস্তফা কাদের,জাফর হাওলাদার,
ইমন খান,শহীদুল ইসলাম স্বপ্ন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন,সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না। তিনি সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার আহবান জানিয়ে বলেন,সাহসিকতার সাথে তৃণমূলের মানুষের সমস্যা তুলে ধরতে স্বাধীন বাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্বের চেতনা থেকে তারা বিচ্যুত হবেনা বলে আশা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।