নোটিশ দেওয়ার পরও নওগাঁর রানীনগরের কাশিমপুর এলাকায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা অপসারণ না করার অভিযোগ উঠেছে সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যের বিরুদ্ধে।
ক্ষমতায় থাকাকালে ইসরাফিল আলমের অবৈধভাবে নির্মাণ করা এসব স্থাপনা অপসারণ করতে প্রায় ৯ মাস আগে তার স্ত্রী সুলতানা পারভিন বিউটিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নোটিশ দেন। এর পরও অর্পিত সম্পত্তিতে (ভিপি) থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়নি।
সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি মরহুম ইসরাফিল আলম ক্ষমতায় থাকাকালীন ২০১৫ সালে রানীনগর উপজেলার কাশিমপুর মৌজায় বেশ কিছু জমির ওপর একটি ‘পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন। ওই সময় খামার এলাকায় ভিপি রেকর্ডভুক্ত প্রায় ১০ বিঘা সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়ে বেশ কিছু স্থাপনা নির্মাণ করেন।
ভিপি সম্পত্তি থেকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত বছরের ২৫ নভেম্বরে এমপির স্ত্রী সুলতানা পারভিন বিউটিকে একটি নোটিশ প্রদান করেন। নোটিশে বলা হয়— সাত কার্যদিবসের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করতে।
কিন্তু নোটিশ প্রদানের দীর্ঘ প্রায় ৯ মাসেও অবৈধ ওই স্থাপনা অপসারণ করেনি তিনি। এমনকি রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন, নিয়মতান্ত্রিকভাবেই ভিপি ওই সম্পত্তি আমাদের নেওয়া। সেখানে অবৈধ কোনো স্থাপনা নেই বলে দাবি করেছেন তিনি।
এ ব্যাপারে রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নোটিশ দেওয়ার পরও ভিপি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করেননি নির্মাণকারী। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বর্তমানে প্রয়াত এমপি ইসরাফিল আলম বা তার স্ত্রী সুলতানা পারভিন বিউটির কারো নামে ওই ভিপি সম্পত্তি লিজ দেওয়া নেই। তবে লিজের জন্য আবেদন করেছেন। আর কোনো স্থাপনা নির্মাণ করবেন না বলেও সাবেক এমপির স্ত্রী সুলতানা পারভিন বিউটি একটি লিখিত দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।