পদ্মায় ফেরির পন্টুন থেকে দুর্ঘটনার ভয়ে নিজেকে বাঁচাতে সন্তানসহ নদীতে ঝাঁপ দেন এক নারী। এসময় কোলে চার বছর বয়সী কন্যা সন্তান ছিল।
শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে ‘শাহ আলী’ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের উদ্ধার করেছেন স্থানীয়রা। জানা গেছে, ওই নারীযাত্রীর নাম রোকসানা বেগম (২৯)। তার কোলের কণ্যা শিশুর নাম মেহরাব হোসেন (৪)। তারা মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী-সন্তান।
সপরিবারে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। উদ্ধারের পর মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।