আজাদুল বারী , স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে বনপাড়া পৌর আওয়ামীলীগ ও যুবলীগের উদ্দোগে আওয়ামীয়লীগের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদরে স্বরণে ১মিনিট নিরাবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে ছিলেন— প্রবীন আ’লীগের নেতা আব্দুস সোবাহান প্রামানিক, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, সাধারন সম্পাদক নাহিদ পারভেজ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।