স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনজুমানে আল ইসলাহ ও সর্বদলীয় আলেম উলামাদের সমর্থীত প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা এম এ ওয়াহাব মোট ৭৩টি কেন্দ্রের ফলাফলে তিনি বৈদতিক বাল্প মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৯৭ভোটে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৬১ ভোট পেয়েছেন, মো: আলমগীর চৌধুরী(চশমা) প্রতীক নিয়ে ১০৯৩৬ ভোট পেয়েছেন,মো: সিদ্দেক আলী( তালা) প্রতীক নিয়ে ৮৩২৯ ভোট পেয়েছেন,সুনীল কুমার দৈত্র( টিবওয়েল) প্রতীক নিয়ে ৬০৯৫ ভোট পেয়েছেন।

কমলগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসারের কার্যালয় থেকে এ ফলাফল জানা গেছে।