রামগতি প্রতিনিধি: ৬নং চর আলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বৃদ্ধ কৃষক আবদুল মুনাফের ৩০ ডিসিম জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে রামগতি উপজেলা ছাত্রলীগ।
এতে নেতৃত্ব দেন রামগতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন।
উপস্থিতি ছিলেন ৬নং চর আলগী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ৪ নং আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাহার ও যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন শরীফ,
৮ নং বড়খেরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিক, ৯নং চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাফুজ আহমেদ, ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, চর আলগী ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান সহ ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।
সাদ্দাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশেক্রমে,কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির আলোকে, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সার্বিক পরামর্শে- প্রাকৃতিক দূর্যোগের প্রভাবে বৃষ্টির কবল থেকে কৃষি ধান রক্ষার্থে জরুরী মূহুর্তে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েন বৃদ্ধ চাচা, তার খবর পেয়ে প্রখর রোদ উপেক্ষা করে আমরা রামগতি উপজেলা ছাত্রলীগ চাচার বাড়িতে উপস্থিত হয়ে জমিন থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দিই।এতে চাচা এবং চাচার পরিবার খুবই আনন্দিত হয়,আর আমাদের প্রাপ্তি এখানেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।