বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি ও গুনবাহা ইউনিয়নের গুনবাহা চরপাড়া গ্রামে বৈদ্যাতিক শর্ট সার্কিট ও রান্না ঘর থেকে আগুন ধরে চার জন কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় চার লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে বেড়া গ্রামে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ইউনুচ শেখ, জামাল শেখ, পারভেজ শেখের বসত ঘরসহ মোট ৫টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে তিন লাখ টাকার মত। অপরদিকে গুনবাহা চরপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায় টর্জ লাইটের চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়ে গনেশ কুমার বিশ্বাস নামের এক কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ লাখ টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্টেশন অফিসার আব্দুস সাত্তার মোল্যা বলেন, শনিবার সকাল ১১ টার দিকে বেড়াদি গ্রামে ও সন্ধ্যায় গুনবাহা চরপাড়া গ্রামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে মোট চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।