বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং দেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (১ নভেম্বর) পরিষদের হলরুমে বেলা ১১ টার দিকে এ প্রেস ব্রিফিং দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, অধ্যক্ষ লিয়াকত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, এসআই সরোয়ার হোসেন, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব।
আগামী ৩ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একদিন এই ডিজিটাল মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারী বেসরকারী ২০ প্রতিষ্ঠানের দোকান অংশ গ্রহন করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।