ফারুক আহমেদ সূর্য, লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হল রুমে জাতীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে এ প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু জানান,জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ২০ ফেব্রুয়ারি এ পরিচালিত হবে। ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের মৃত্যুর গুজব রয়েছে এই গুজবে কান না দিয়ে নিজ নিজ কেন্দ্রে শিশুদেরকে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন তিনি। এবং গণমাধ্যম কর্মীদের প্রচারে সহায়তা করার আহবান জানান।
এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য লালমনিরহাট জেলার দুটি পৌরসভা সভা ও ৫ উপজেলায় এলাকাভিত্তিক কেন্দ্র করে প্রত্যেক কেন্দ্রের দুজন করে কর্মী/স্বেচ্ছাসেবক থেকে শিশুদের ক্যাপসুল খাওয়াতে সহায়তা করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।