লালমনিরহাট প্রতিনিধি:বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৯ ফেব্রুয়ারি ৪.৩০ রবিবার একাডেমির সকল বিষয়ে প্রতিযোগিতা, কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়েছে।
একাডেমির মিলনায়তন ভবনে বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাডেমির প্রশিক্ষণ, প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক লালমনিরহাট সভাপতিত্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা হয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, নাট্যকার চিত্তরঞ্জন রায়, সংগীত শিল্পী ওস্তাদ তাজুল চৌধুরীসহ একাডেমির কলাকৌশলীরা সেই সময় উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমি উন্মুক্ত প্রাঙ্গণে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি প্রদর্শনী করে আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।