ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ‍্য বুধবার (০৫ ডিসেম্বর) সকালে শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে
জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য গণের অংশগ্রহণে প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম আলীর সভাপতিত্বে এবং ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলতাফ হোসেন লেবু সরকার।

উপস্থিত ছিলেন, ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাহিদা বেগম সারা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য শেফালী বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ মানছুরা বেগম, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ মুসলিম উদ্দিন, ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ খোরশেদ আলী, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্যমোঃ স্বপন ফকির, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্যমোঃ আনিছুর রহমান, ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্যমোঃ মাহাবুব আলম সুমন, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য ইমদাদুল হক মিলন, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ গোলাম সোবাহানী লিটন ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য উকিল উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ।

 

শেষে শরীফপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল হাকিম সাহেব ইউনিয়নবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন । পরে উপস্থিতির মাঝে মিষ্টি বিতরণ করা হয়।