ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এ সিদ্ধান্ত থেকে সরে এসে বর্ধিতমূল্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সিপিডি। বুধবার ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটুকু প্রয়োজন ছিল?’
শীর্ষক এক সংবাদ সম্মেলনে সিপিডি এ আহ্বান জানায়। সংস্থাটির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ২০২২ অর্থবছরে প্রক্ষেপণ হচ্ছে বিপিসি থেকে আমদানি শুল্ক ও ভ্যাট বাবদ সরকার ৭,৮৩৮ কোটি টাকা আয় করবে।
সুতরাং ৭২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে এ আমদানি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করলে বাড়তি টাকা লাগবে না। আমদানি শুল্ক ও ভ্যাট সমন্বয় করে লোকসানের টাকা সমন্বয় করতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।