দেশের শেয়ার বাজারের নিয়মিত উন্নতি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘উন্নতির পরিপ্রেক্ষিতে এখন শেয়ার বাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে।

ফলে এখন বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের শেয়ার বাজার।’ সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে ‘রাইজ অব বেঙ্গল টাইগার’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ‘বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, দু’টি উদ্দেশ্যে আমরা বিনিয়োগ সম্মেলন করছি। এর একটি হলো— বাংলাদেশ গত ১০ বছরে কী অর্জন করেছে তা জানানো।

অনেকটা নতুন বাংলাদেশকে জানানো বা ব্র্যান্ডিং করা। অন্যটি হলো— বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদেরকে আগ্রহী করে তোলা। আমরা মধ্যম আয়ের দেশে উন্নতি লাভ করেছি এবং প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন।