মধুপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ
আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :
- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।
এ উপলক্ষে শনিবার ( ৭ নভেম্বর) সকাল ১১টায় মধুপুুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। - মধুপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এম, এ করিম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার চেয়ারম্যান মাসুদ পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাৎ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম,বি আর ডিবি কর্মকর্তা আজাহার আলী, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা ফেরদৌস আহমেদ সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
- মো: আ: হামিদ
মধুপুর প্রতিনিধি
০১৭১৮১৮৭৫০৮
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।