পাটের ‘সোনালি দিন’ ফিরে আসার হাতছানি দেখা দিয়েছিল ২০২০-২১ অর্থবছরে।

তখন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ১১৬ কোটি ১৫ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে রপ্তানি তালিকায় চামড়াকে পেছনে ফেলে ২য় স্থানে উঠে এসেছিল এই খাত। আগের ২০১৯-২০ অর্থবছরের চেয়ে রপ্তানি বেড়েছিল ৩১.৬৩%।

কিন্তু ৪ মাস না যেতেই সেই সুদিন ফুরিয়ে গেছে। ৫ম স্থানে নেমে এসেছে পাট খাত। রপ্তানিকারকরা বলেন, বিশ্ববাজারে পাটপণ্যের চাহিদা কমে গেছে।

বেড়ে গেছে পলি ফাইবারের চাহিদা। সে কারণে পাটপণ্যের দাম ৩০-৩৫% কমে গেছে। সে কারণে রপ্তানিতেও ধস নেমেছে।