পর্যাপ্ত নিরাপত্তাজনিত কারণে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকলেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ তথ্য জানান তিনি। মো. মঞ্জুর আলম শিকদার বলেন, “আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন অবস্থা এবং নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
আমরা যতোই চেষ্টা করছি, ততোই আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা একমাত্র ই-কমার্স যারা এখনো চেষ্টা করছি কম-বেশি মানুষের টাকা দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য সব সময় ভালো ছিল।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।