রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতি রাতে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত পণ্যবাহী ট্রাক আসে। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে গত দুই-তিন দিন স্বাভাবিক সময়ের চেয়ে ২৫ থেকে ৪০ শতাংশ ট্রাক কম এসেছে। এতে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে।
তবে এ বাজারের কাঁচামালের আড়তদার সমিতি ও ট্রাক মালিকরা জানান, সরবরাহ কম হলেও সবজির দামে খুব বেশি তারতম্য হয়নি। কারণ গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতাও তুলনামূলক কম। তবে পরিবহন ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে সব পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে মনে করেন
তারা। গতকাল রোববার কারওয়ান বাজারে সবজির আড়তগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, যেসব বড় আড়তে প্রতি রাতে দুই থেকে তিনটি সবজির গাড়ি আসত, সেখানে একটি বা দুটির বেশি আসেনি। কোনো কোনো ক্ষেত্রে দুটি আড়তের সবজি নিয়ে এসেছে একটি গাড়ি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।