খাদ্য মন্ত্রণালয় থেকে বিশেষ শর্তে আমদানির সময় শেষ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে গত তিন দিনে ভারত থেকে কোনও চাল আসেনি। শর্তানুযায়ী ৩০ অক্টোবর ছিল কম শুল্কে চাল আমদানির শেষ দিন।
আমদানির সময় শেষ হওয়ায় গত তিন দিনে চালের মূল্য বেড়েছে কেজি প্রতি ২-৪ টাকা। ব্যবসায়ীরা জানান, চালের দামের ঊর্ধ্বগতি রোধ ও আমদানি নিয়ন্ত্রণ করতে সরকার গত ২৫ আগস্ট ৪০০ জন আমদানিকারককে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।
১৪ লাখ ৫৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ ৯৭ হাজার মেট্রিক টন আতপ চাল ছিল। তবে শর্ত ছিল ৩০ অক্টোবরের মধ্যে এ চাল ভারত থেকে আমদানি শেষ করতে হবে। নির্দেশনায় ৩০ অক্টোবর ছিল চাল আমদানির শেষ দিন।
বিশেষ শর্তের সময়সীমা শেষ হওয়ার পর খাদ্যমন্ত্রণালয় থেকে ২৫ শতাংশ হারে চাল আমদানির অনুমোদন বাতিল করে দেওয়া হয়। বাতিলের পর ভারতীয় পেট্রাপোল বন্দরে অনেক চালের ট্রাক আটকা পড়ে আছে এখনও।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।