ভাষার মাস এবং অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে দীর্ঘ চার দিনের ছুটি পেয়েছেন চাকুরীজীবীরা। তাই এই ছুটিকে উপভোগ করতে অনেকে বাসা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়েছেন। এদিকে, ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। টানা চারদিনের ছুটিতে এখানে ভিড় করেছেন লাখো পর্যটক।

সৈকতের বিভিন্ন পয়েন্ট এখন তাদের পদচারণায় মুখরিত। এছাড়া মেরিন ডাইভ, হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক, মহেশখালীর আদিনাথ মন্দির, চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কেও পর্যটকদের উপস্থিতি বেড়েছে।

তবে মাস্ক পরতে বা স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতার পরিচয় দিচ্ছেন সৈকতে আসা বেশিরভাগ পর্যটক। আগত পর্যটকরা বলেন, বন্ধু-বান্ধব নিয়ে বছরে ৫বার আসা হয়। এটা ভোলার মত নয়। খু্বই ভাল পরিবেশ, এখন পর্যন্ত খারাপ কোনো কিছু আমরা ফিল করিনি। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

 

কলমকথা/সাথী