বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর পাক্ষিক তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রয়োজনীয় খরচ মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ৮ হাজার ২৮৬ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১১ হাজার ১১৩ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্য ধরা আছে। যেভাবে বিদেশি ঋণসহায়তা আসছে, সেটা অব্যাহত থাকলে আর রাজস্ব আদায়ের ইতিবাচক ধারা চলমান থাকলে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও লক্ষ্যমাত্রার চেয়ে সরকারকে ব্যাংক থেকে অনেক কম ঋণ নিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ও অর্থনীতির গবেষক আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘করোনা মহামারির ধাক্কা সামলে আমদানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রফতানি। সবচেয়ে স্বস্তি এনে দিয়েছে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে পাওয়া ঋণ সহায়তা। সে কারণেই মহামারির এই কঠিন সময়েও অর্থ সঙ্কটে পড়েনি সরকার; ব্যাংক থেকে ঋণ নিতে হয়নি খুব একটা। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ অন্য উন্নয়ন কর্মকাণ্ড চলছে স্বাভাবিক গতিতে’।