পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে এ বছর মা ইলিশ রেকর্ড ৫১.৭ পার্সেন্ট ডিম ছেড়েছে বলে গবেষকরা জানিয়েছেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদীকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম শেষে এক গবেষণায় তারা এই তথ্য পেয়েছেন।

ইলিশের প্রজনন বাড়াতে সরকারের মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা-পর্যবেক্ষণসহ বিভিন্ন সময় বিভিন্ন নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে আসছে কয়েক বছর ধরে। এর ফলস্বরূপ ইলিশের প্রজনন বাড়ছে বলে গবেষকরা জানাচ্ছেন।

বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “অভয়াশ্রম এলাকায় এ বছর ৫১.৭ পার্সেন্ট মা ইলিশ ডিম ছেড়েছে, যা গত বছর ছিল ৫১.২ পার্সেন্ট। নিষেধাজ্ঞার সময় কিছু জেলে ইলিশ ধরলেও প্রচুর পরিমাণে মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে এবার।”