করোনার মধ্যেও গত এক বছরে কোটিপতি আমানতকারীর সংখ্যা আট হাজারের বেশি বেড়ে এক লাখ ১৯৭৬টিতে দাঁড়িয়েছে।

আর করোনার ২১ মাসে (মার্চ ’২০-ডিসেম্বর ’২১) এমন হিসাবের সংখ্যা বেড়েছে ১৯,৩৫১টি। বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ডিসেম্বর ভিত্তিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকে কোটি টাকার বেশি আমানতের হিসেবের সংখ্যা ছিল ৯৩,৮৯০টি।

২০২১ সালের ডিসেম্বর শেষে এর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ১৯৭৬টিতে। অর্থাৎ এক বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৮০৮৬টি।

 

কলমকথা/ বিথী