ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও এরিয়া প্রোমাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে মুন্সিরহাট নিজস্ব হলরুমে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তা প্রদান করেন।
করোনা ভাইরাস সময়কালে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার ১শ জন দ্ররিদ্র মানুষকে ৩ হাজার করে টাকা প্রাদান করেন সংগঠনটি। বর্তমান সময়ে টাকা পেয়ে খুশি দ্ররিদ্ররা।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।