সদ্যসমাপ্ত বছরের ১১ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে সব ধরনের তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে। প্রবৃদ্ধির হার ৩১.১৯ শতাংশ। বিদায়ী ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে ৬৬১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে ২০২০ সালের একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় ৫০৪ কোটি ডলার।

যুুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীনস্থ অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পোশাকের মধ্যে কটন ট্রাউজার, স্ল্যাকস, নিট শার্ট ও নিট ব্লাউজ উল্লেখযোগ্য।

কোভিড-১৯ মহামারির সময়ে বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত। এ সময় উৎপাদন অব্যাহত রাখলেও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন পোশাক শিল্প মালিকরা। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাতিল হতে থাকে একের পর এক ক্রয়াদেশ। উল্লেখযোগ্য হারে কমে আসে রপ্তানির পরিমাণ।