পাঁচদিন আগে খুচরা ব্যবসায়ীরা ৪৪ থেকে ৪৫ টাকা পাইকারি ক্রয় করে তা খুচরা বিক্রি করেছেন ৫০ থেকে ৬০ কেজি দরে। আজ সেই কাঁচমরিচ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে পাইকারি ক্রয় করে তা বিক্রি করছে ১০০ টাকা কেজি দরে। মাফিজুর রহমান নামে এক ক্রেতা  বলেন, ‘পাঁচদিন আগে যে কাঁচমরিচ কিনেছিলাম ৫০ টাকা দিয়ে, আজ তা কিনতে হলো ১০০ টাকা দরে।
হঠাৎ এক লাফে ৫০ টাকা বাড়লো, গরীব মানুষরা কিভাবে কিনবে?’ রফিকুল ইসলাম নামে এক ভ্যানচালক  বলেন, ‘কয়েকদিন আগে এক পোয়া কাঁচমরিচ নিলাম ১৫ টাকা দিয়ে,
আজ তা কিনতে হলো ২৫ টাকা দিয়ে। এভাবে হঠাৎ দাম বাড়লে আমাদের যত সমস্যা।’ হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ  বলেন, ‘হঠাৎ কাঁচামরিচের দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে অনেক কথা বলতে হচ্ছে।
৫০ টাকার মরিচ আজ বিক্রি করতে হচ্ছে ১০০ টাকা দরে। আজ পাইকারি কিনলাম ৯০ টাকা দরে।’ পাইকারি কাঁচমরিচ ব্যবসায়ী ফারুখ হোসেন জানান, ভারত থেকে এক থেকে দুই গাড়ি কাঁচমরিচ বন্দরে আসছে। তাও আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। এদিকে, দেশি পাইকারি বাজারে কাঁচামরিচের উৎপাদন কমে গেছে। যার কারণে বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।