এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৫৪ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬০৫ ও ১৪৬৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ২০১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট কমে ২০ হাজার ৪০৪ পয়েন্টে অবস্থান করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।