রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে। বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারেই দেখা দিয়েছে অস্থিরতা। ব্যতিক্রম নয় বাংলাদেশও।

গত দুইদিন উত্থান আর তিনদিন সূচকের নিম্নমুখী প্রবণতায় ফেব্রুয়ারি ও মার্চ মাসের একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে কমেছে লেনদেন, সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (বাজার মূলধন) কমেছে ১২ হাজার কোটি টাকা। ডিএসইর তথ্য মতে, সপ্তাহজুড়ে পাঁচ কার্মদিবসে (২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ২৯৫ টাকা।

আগের সপ্তাহে চার কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ২৯৫ টাকা। তিনটি সূচকই কমায় বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯২৮ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৩৭২ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস (২৭ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৫৫ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯০৬ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও একই অবস্থা দেখা গেছে।