বাংলাদেশ সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগের সুযোগ চিহ্নিত করবে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ মন্ত্রী ড্যান তেহানের সঙ্গে সেদেশে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমানের এক বৈঠকে এসব আলোচনা হয়েছে।
ড্যান তেহানের সঙ্গে তার সংসদীয় কার্যালয়ে এই বৈঠক হয়। এই সময় তারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্বের অপার সম্ভাবনা তুলে ধরেন। কিভাবে দুই দেশ প্রধান বাণিজ্যিক অংশীদার হতে পারে, সে বিষয়েও আলোচনা করেন তারা।
এসময় দুই দেশের মধ্যে আগামী ২২ ফেব্রুয়ারি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের (উত্তর-দক্ষিণ) প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান এবং মন্ত্রীর উপদেষ্টা লাচলান স্মিথ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।