সপ্তাহের প্রথমদিনে বাজারে দাম বেড়েছে চাল ও মুরগির। কমেছে সবজির দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শনিবার (২৬ মার্চ ) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে দাম কমেছে সবজির।

প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে আলু। আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। ১১ নম্বর বাজারের সবজি বিক্রেতা আল-আমিন বলেন, কমেছে সবজির দাম।

বাজারে সবজির সরবরাহ থাকায় দাম কমেছে। সরবরাহ কমে গেলে আবার বাড়তে পারে সবজির দাম। এসব বাজারে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৬৮ টাকা। বাজারে দাম কমেছে ডিমের। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।

ডিম বিক্রেতা আশিক বলেন, বাজারের বেচাকেনা কম থাকায় কমেছে ডিমের দাম। ভালো রয়েছে ডিমের আমদানি। বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। ১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা রুবেল বলেন, সরকারি ছুটির দিন থাকায় দাম বেড়েছে মুরগির।

এছাড়া বাজারে মুরগির সরবরাহ তুলনামূলক কম। বাজারে বেড়েছে চালের দাম। কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ১১ বাজারের চাল বিক্রেতা কামাল সরকার বলেন, ধান সংকটের কথা বলেই পাইকাররা চালের দাম বাড়িয়েছেন। মূলত সিন্ডিকেটের কারণে বেড়েছে চালের দাম।

 

 

কলমকথা/ বিথী