ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর সপ্তম দিনে দেখা গেল মানুষের ভিড়। আর এই উপচে পড়া ভিড়ে বিক্রেতারা অত্যন্ত খুশি হলেও ভয় জাগাচ্ছে কোভিডের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ৫০ হাজারের বেশি দর্শনার্থীর ঘুরে বেড়ানো ও কেনাকাটায় মেলা প্রাঙ্গণে যেন উধাও হয়ে গেছে স্বাস্থ্যবিধি।
মেলায় মাস্কবিহীন ঘুরে বেড়াতে যেমন দেখা গেছে, তেমনি দূরত্ব মানার চিত্রও দেখা যায়নি। করোনাভাইরাস মহামারীতে এক বছর বন্ধ থাকার পর এবার নতুন ঠিকানায় রাজধানীর অদূরে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গত ১ জানুয়ারি শুরু হয়েছে বাণিজ্য মেলা।
প্রথম ছয় দিন মেলায় দর্শনার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। তবে শুক্রবার দুপুরের পর ভিড় বাড়তে শুরু করে বলে জানান অংশগ্রহণকারী বিক্রেতারা। বিকাল থেকে সন্ধ্যা গড়ানোর সঙ্গে মানুষের ভিড়ও বেড়েছে। সন্ধ্যার পরও মেলায় প্রবেশের অপেক্ষায় বাইরে লাইনে ছিলেন অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।