বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, রূপপুরের বিদ্যুতের দাম কয়লা ও তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দামের চেয়ে কম হবে। একই সঙ্গে ধীরে ধীরে তেল নির্ভর কেন্দ্র থেকে সরে আসবে দেশ।

সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখানে উৎপাদিত বিদ্যুতের দাম কেমন হবে, তা আমরা আগামী বছরের মধ্যে নির্ধারণ করে ফেলব।

আমরা ইতোমধ্যে খসড়া তৈরি করেছি। এ মুহূর্তে আমাদের হিসাব বলছে যে এটি ৫ থেকে ৬ টাকার মধ্যে থাকবে। দাম যদি এর মধ্যেই থাকে, তাহলে তো সেটি আমাদের জন্য বেশ ভালো।

আমরা যদি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে কয়লার দামের ওপর ভিত্তি করে বিদ্যুতের দাম ওঠা নামা করবে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেরও একই অবস্থা।

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা হচ্ছে এর দাম স্থির থাকে। আগামী ৬০ বছর আমরা একই রকম দাম পাব। পাশাপাশি ভালো মানের বিদ্যুৎও পাব।