দেশে বিমানের জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম ফের বেড়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ৮০ টাকা থেকে ৭ টাকা বাড়িয়ে প্রতি লিটার তেলের দাম ৮৭ টাকা করা হয়েছে। এ নিয়ে গত ১৭ মাসে বাংলাদেশে জেট ফুয়েলের দাম ১৩ দফা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পদ্মা অয়েল কোম্পানি। ১

৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুয়েলের নতুন দাম গত ৮ মার্চ থেকে কার্যকর হয়েছে। পদ্মা অয়েল জানায়, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার তেল কিনতে হবে দশমিক ৮২ মার্কিন ডলারে। আগে যেখানে দাম ছিল দশমিক ৭৫ মার্কিন ডলার। ২০২০ সালের ডিসেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটারের নির্ধারিত মূল্য ছিল ৪৮ টাকা। ২০২১ সালের জানুয়ারিতে দাম বাড়িয়ে করা হয় ৫৩ টাকা।

ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা এবং এপ্রিলে ৬১ টাকা দাম নির্ধারণ করা হয়। এরপর জুনে ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬, আগস্টে ৬৭, অক্টোবরে ৭০ এবং নভেম্বরে ৭৭ টাকা করা হয়। জানুয়ারিতে দুই দফায় কমানো হয়েছিল ৪ টাকা। ফেব্রুয়ারি ও মার্চে দুই দফায় ১৪ টাকা বাড়ানোয় ৮৭ তে ঠেকেছে জেট ফুয়েলের দাম।

 

কলমকথা/ বিথী