বিরামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-
বিরামপুর উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১ এর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দ্বায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি)।
(২৮ এপ্রিল) গতকাল বুধবার চরকাই এলএসডি (খাদ্য গোদাম) এর আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তার এলএসডি কার্যালয় চত্তরে সকাল সাড়ে ১১টায় বোরো ধান সংগ্রহের শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চরকাই এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম,উপ-খাদ্য পরিদর্শক মহিদুল ইসলাম, বিরামপুর চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হবিবর রহমান, বিশিষ্ট্য ধান ব্যবসায়ী রবিউল ইসলাম,হাসানুজ্জামান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন ও প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি এসএম মাসুদ রানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান বলেন- এবার চলতি বোরো মৌসুমে উপজেলার ২১৬১ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। কৃষকরা ১ মেট্রিকটন করে বোরো ধান চরকাই (এলএসডি) সরকারি খাদ্য গুদামে বোরো ধান দিতে পারবেন বলে জানান তিনি।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে পৌর এলাকার প্রস্তমপুরের গ্রামের কৃষক শাহানাজ পারভীন এবং জোতবানী ইউনিয়ের ভাইগড় গ্রামের কৃষক খোদা বক্স ১ মেট্টিকটন সরকারি খাদ্য গোদামে চলতি মৌসুমের বোরো ধান প্রদান করেন।
নয়ন হাসান
বিরামপুর দিনাজপুর।
০১৭২১-৫৬৭৯৪২।
২৮.০৪.২০২১ ইং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।