মার্কিন ডলার মঙ্গলবার আরও শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে আরও কমেছে সোনার দাম। ডলার শক্তিশালী হওয়ায় বেড়েছে বন্ড বিক্রিও। এর ফলে অন্তত ১ শতাংশ দাম কমেছে সোনার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই কারণে ব্যবসায়ীরা স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন। এ জন্যই মূলত কমে গেছে সোনার দাম।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম হ্রাস পেয়েছে ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৪৪ ডলার ০২১৭ সেন্ট। গত সপ্তাহে যা ছিল ১৯৫০ ডলারের ওপরে।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮১ ডলার ৬ সেন্টে।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় কমছে সোনার দাম। এখন সামনে বাজার কেমন থাকে, সেদিকে নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

এদিন প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক শূন্য দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

বিশ্বব্যাপী দাম দিন দিন বেড়েই চলছে স্বর্ণের। গত মাসে মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫ শতাংশ। এটা আগের চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।