ভারতে ফের পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বাড়ানো হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হলো। সব মিলিয়ে ১০ দিনে জ্বালানির দাম লিটার প্রতি বাড়লো ৬.৪০ টাকা।

এর আগে গতকাল বুধবার (৩০ মার্চ) দেশটিতে যথাক্রমে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮০ পয়সা। ভারতে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘদিন বন্ধ ছিল। হঠাৎ ২১ মার্চ মধ্যরাত থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে।

ওই দিন পেট্রলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। ২০২১ সালের শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তদের।

সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার কারণে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় ভারতে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যায়।

 

 

কলমকথা/ বিথী