ভোজ্যতেলের দাম আজ থেকে আনুষ্ঠানিক ভাবে বাড়াল বাণিজ্য মন্ত্রণালয়। তবে গত ১৫ থেকে ২০ দিন ধরেই অঘোষিত ভাবে খোলা সয়াবিন ও পাম তেলে বাড়তি দর নিচ্ছেন ব্যবসায়ীরা।
বোতলজাত তেলের গায়ে মূল্য লেখা থাকলেও খোলা সয়াবিনে সেই সুযোগ নেই। ফলে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, সরকার খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করলেও তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা। আর পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।