কোর ব্যাংকিং সফট্ওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন (ডিওএস) বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগামী ০১ অক্টোবর হতে ০৫ অক্টোবর পর্যন্ত ৫ দিন  ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দিয়েছে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ অনুমোদন দেওয়া হয়।

এই ৫ দিন ব্যাংকের সকল ধরনের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ), ইসলামি ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে।