এবছরে কঠিন সময় পার করছেন দেশের রোজাদার মুসলিম নর নারীরা। যেমন এবছর রমযানে অতিরিক্ত তাপমাত্রা , দুপুর না হতে গলা শুকিয়ে আসছে রোযাদারদের।
আর যে সমস্ত রোজাদার রোযা রেখে রিকশা ভ্যান ও মাঠে রৌদ্রের মধ্যে ধান কাটছেন তাদের অবস্থা নাজেহাল খুব কষ্টে তাদের দিন পার হচ্ছে।
এদিকে যেমন তাপমাত্রা আরেক দিকে লকডাউন চলছে দেশে , সমস্ত পণ্যের দাম বাড়তি গরিব অসহায় মানুষের নাই কাজ কাম , সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের।
রমযানের আগে যে তরকারী সবজি মুল্য ছিল এখন তা বেড়ে দিগুন হয়েছে , সরেজমিনে মনিরামপুর যশোর কাঁচা বাজারে গিয়ে দেখা যায় প্রতিটা তরকারীর দাম বাড়তি ,বাগুন আগে ছিল প্রতি কেজি ২০ টাকা এখন বেড়ে প্রতি কেজি ৭০ টাকা।
পটলের কেজি ৪০টাকা এভাবে করে আলু পেঁয়াজ রসুন সহ সমস্ত খাদ্য দ্রব্যের মূল্য বাড়তি।
এতে সমস্যায় পড়তে হচ্ছে অসহায় হত দরিদ্র মানুষের ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।