রাজধানীর বাজারে প্রচুর শীতকালীন সবজি উঠেছে। তারপরও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। অন্যান্য বছর এ সময় সবজির দাম তুলনামূলক কম থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর রামপুরা, মধুবাগ, মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রকার ভেদে প্রতিটি সবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
সবচেয়ে বেশি বেড়েছে ধনিয়া পাতার দাম। দুই দিনের ব্যবধানে ধনিয়া পাতার দাম দ্বিগুণ হয়েছে। দুইদিন আগেও ধনিয়া পাতা প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়, সেই পাতা আজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বেড়েছে ফুল কপি ও বাঁধাকপির দাম।
সাধারণত বছরের এ সময় ধনিয়া পাতার কেজি ৪০-৫০ টাকার মধ্যেই থাকে। বিক্রেতাদের দাবি সরবরাহ কমে যাওয়ায় শীতের সবজির পাশাপাশি ধনিয়া পাতারও দাম বৃদ্ধি পাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।