ইউক্রেনে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ায় পণ্য ও পরিষেবা বিক্রি বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। শনিবার (৫ মার্চ) বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য রাশিয়ায় তাদের ব্যবসার অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া রাশিয়ার সাইবার হামলা থেকে রক্ষা করার জন্য ইউক্রেনকে সাইবার-নিরাপত্তায় সহায়তা প্রদান করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ একটি বিবৃতিতে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা ইউক্রেনের ২০টিরও বেশি সরকারি সংস্থা, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার ধ্বংসাত্মক বা বিপর্যয়মূলক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছি।
এর আগে অ্যাপল ও ডেলসহ প্রধান প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একই রকম সিদ্ধান্ত নিয়েছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।