শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। এলক্ষ্যে দেশের ৪৯ প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার থেকে ইলিশ রফতানির অনুমতি দিয়ে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রককে এক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে।
সে হিসাবে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছে। ইলিশ রফতানির শর্তে যা বলা হয়েছে, রফতানি নীতি ২০২১-২০২৪ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।